আমাদের বিজয় অনিবার্য : জেলেনস্কি

এনটিভি প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১০:৫৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমাদের বিজয় অনিবার্য। তবে, কবে যুদ্ধের সমাপ্তি ঘটবে, তা আগে থেকে বলে দেওয়া সম্ভব নয়।’ নিয়মিত ভিডিওবার্তায় গতকাল সোমবার রাতে এ কথা বলেন জেলেনস্কি। 


সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আমার মনে কোনো সন্দেহ নেই যে, আমাদের ভূমি মুক্ত করা কেবল সময়ের ব্যাপার।’


জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেন কখন রুশ বাহিনীকে পরাজিত করবে, এ প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। তবে, সব ইউক্রেনীয় যুদ্ধ করলে জয় আরও দ্রুত আসবে। যখন বিজয় অর্জন করব, সবাই তা অনুভব করবে। যখন শান্তি আসবে, সবাই তা দেখতে পাবে।’


ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘কখন বিজয় আসবে, এ নিয়ে ভাবলে চলবে না। প্রতিদিন ভাবতে হবে যে, কীভাবে আমাদের ভূমিতে দখলদারদের উপস্থিতি আরও অসহনীয় করা যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us