কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের নেতৃত্বদাতা সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে ধরে নিয়ে থানায় আটকে রাখার কঠোর সমালোচনা করে বিবৃতি দিয়েছেন দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, এভাবে মতপ্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে।
তেঁতুলতলা মাঠ শিশু-কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। আজ সোমবার এই বিবৃতিদাতারা হলেন আবদুল গাফ্ফার চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, মামুনুর রশীদ, শফি আহমেদ, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, শিমূল ইউসুফ ও হারুণ হাবীব।
তাঁদের বিবৃতিতে বলা হয়, জনমতের চাপে ২৫ এপ্রিল মধ্যরাতে মা-ছেলেকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন জাগে, কেন কোনো ধরনের প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে সেই প্রতিবাদকারীকে এ দেশে গ্রেপ্তার হতে হয়। এভাবে মতপ্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে।