You have reached your daily news limit

Please log in to continue


বাহুমূলের দুর্গন্ধ দূর করার উপায়

বিব্রতকর পরিস্থিতি এড়াতে নির্ভর করা যায় প্রাকৃতিক উপাদানের ওপর।

বাড়ছে গরম আর সেই সঙ্গে ঘামের মাত্রা। বাড়তি ঘাম ও দূষণের কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়, বিশেষত বাহুমূলে।

ত্বকের উপরিভাগে থাকা ব্যাক্টেরিয়া যখন ঘামে তখন তার প্রোটিণগুলো ভেঙে যায়। ফলে কিছু স্বতন্ত্র অ্যাসিড যৌগ নির্গত হয়, যা তীব্র গন্ধের সৃষ্টি করে।

ডিওডোরেন্ট, বডি স্প্রে বা রোল অন ব্যবহারে দুর্গন্ধ সাময়িকভাবে কমাতে পারলেও তা দূর করতে প্রয়োজন যত্ন নেওয়া।

টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদন অবলম্বনে বাহুমূলের দুর্গন্ধ কমাতে কার্যকর এমন প্রচলিত কয়েকটি উপায় সমর্কে জানানো হল।

রক সল্ট

এক বালতি কুসুম গরম পানিতে কিছুটা রক সল্ট মিশিয়ে নিতে হবে। লবণ গলে আসলে তা দিয়ে গোসল করে নিতে পারেন। এর পরিষ্কারক গুণাগুণ দেহের বাড়তি ঘাম দূর করে। ফলে দুর্গন্ধ কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন