বকা দিয়ে বা শাসন করে নয়, শিশুকে নিয়মানুবর্তিতা শেখাতে নিজেকেও হতে হবে সংযমী।
পিতামাতা হিসেবে সন্তানকে আদর্শ শিক্ষা দিয়ে সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে তোলাই হল সবচেয়ে বড় কর্তব্য। অনেক অভিভাবক শিশুকে সুশিক্ষা দিতে গিয়ে কড়া শাসন করে বসেন। এতে ফলাফল হিতে বিপরীতও হতে পারে।
শিশুকে সুশিক্ষা দিতে প্রয়োজন ধৈর্য্য এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
ভারতীয় মনোবিজ্ঞানী এবং ‘হ্যাপিনেস ইজ লাভ’য়ের প্রতিষ্ঠাতা জ্যোতিকা বেদি বলেন, “যে মুহূর্তে কেউ শৃঙ্খলা শব্দটা শোনেন তখনি কঠিন শাস্তি, কঠোরতা ও নির্দয়ভাবের ছবি ভেসে ওঠে। তাই শিশুকে শৃঙ্খলা শেখাতে অভিভাবককে ইতিবাচক ও কোমল আচরণ করার অনুশীলন করতে হবে।”