ভারতের রাজধানী দিল্লিতে সংখ্যালঘু অধ্যুষিত জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দিল্লি উত্তর সিটি করপোরেশন। বুধবার সকালে এই অভিযান শুরু হয়। তবে দিল্লি হাইকোর্টের আদেশের পর এই অভিযান বন্ধ হয়।
দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনাধীন উত্তর দিল্লি সিটি করপোরেশন বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় বহু বস্তি ও দোকানপাট।