Parenting Tips সব বাবা-মায়েরই জেনে রাখা জরুরি। আজ আমরা আলোচনা করব সন্তানকে কখন এবং কী ভাবে 'না' বলতে হবে। কারণ সন্তানের সব বায়না পূরণ করবেন না, বরং মাঝে মাঝে তাদের 'না' বললে আখেরে তাদেরই উপকার হবে। এখনকার দিনে বেশিরভাগ পরিবারেই একটা-দুটো সন্তান। তাই তাদের জন্য বাবা মায়েরা পারলে আকাশের চাঁদ পেড়ে এনে দেন। কিন্তু এর ফলে আপনার সন্তানের কি সত্যিই কোনও উপকার হচ্ছে?
অভিভাবক হিসেবে আমরা প্রত্যেকেই নিজের সন্তানকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করে থাকি। কিন্তু অভিভাবকদের এই অতিরিক্ত নিরাপত্তা প্রদানের অভ্যাস সন্তানের ভবিষ্যতকে অসুরক্ষিত করে তুলতে পারে। আবার বাচ্চার ভালোবাসায় আমরা অনেক সময় তাদের নৈতিক-অনৈতিক অনেক জেদই পুরো করি। জেনে রাখুন অভিভাবকের এই অতিরিক্ত আদর-যত্ন আপনার সন্তানের সবচেয়ে বেশি ক্ষতি করছে। তাই তাদেরও ‘না’ বলতে হবে। কখন এবং কোন পরিস্থিতিতে সন্তানকে ‘না’ বলবেন জেনে নিন।