সব ভুলে বিরোধী দলগুলোকে এক হওয়ার ডাক বিএনপির

যুগান্তর প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ২৩:২৬

সরকারকে হটাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ছোটখাটো ভুল বোঝাবুঝি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


তিনি বলেন, ‘আজকে একদিকে বাংলাদেশের ভয়াবহ অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলার খারাপ অবস্থা, দুর্নীতি সর্বব্যাপী অবস্থা, দ্রব্যমূল্যের অসহনীয় অবস্থা। অন্যদিকে রাজনৈতিক অবস্থা। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি। এই দায়িত্ব পালন করতে হবে।’


শনিবার গুলশানের ইমামুয়েল কনভেনশন সেন্টারে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছোটখাটো ভুল বোঝাবুঝি, ছোটখাটো বিভেদ- সব ভুলে গিয়ে শুধু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আমরা সবসময় জাতীয় ঐক্যের কথা বলছি। জাতীয় ঐক্যের ওপরে আমরা অত্যন্ত গুরুত্বারোপ করছি।’


তিনি বলেন, ‘আসুন, আমাদের মধ্যকার ছোটখাটো বিরোধ ভুলে গিয়ে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। এই যে জালেম গণতন্ত্রবিরোধী সরকার যারা আমাদের ওপরে চেপে বসে আছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা এদেরকে সরে যেতে বাধ্য করি, পদত্যাগে বাধ্য করি। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার প্রতিষ্ঠা করি। এটাই আমাদের সামনে লক্ষ্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us