ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়টি হচ্ছে জাকাত। ঈমান ও নামাজ পরই জাকাতের স্থান। কোরআন মজিদের ৩২ জায়গায় জাকাতের কথা বলা হয়েছে। তার মধ্যে ২৮ জায়গায় নামাজ ও জাকাতের কথা একত্রে উল্লেখ করা হয়েছে।
জাকাত সম্পদকে পবিত্র করে, বিত্তশালীদের পরিশুদ্ধ করে, দারিদ্র্য মোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে ও সমাজে শান্তি আনে। জাকাত দেওয়ার জন্য অনেকে সারা বছরজুড়ে উন্মুখ হয়ে থাকেন। আবার অনেকে জাকাত দিতে চাইলেও জানেন না যে, কোন কোন জিনিসের জাকাত ফরজ হয়ে থাকে। চলুন তবে জেনে নেয়া যাক কোন কোন জিনিসে জাকাত ফরজ-