মহামারী করোনাভাইরাসে দুই বছরের ধকল কাটিয়ে স্বাভাবিকতায় ফিরেছে দেশ। এরইমধ্যে এসেছে মুসলিমদের বড় উৎসব ঈদ। এই উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। আগেকার মতো মার্কেটে সশরীরে কেনাকাটার পাশাপাশি আজকাল অনলাইনেও পণ্য কিনছেন অনেকে। অনলাইন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠেছে ঈদের কেনাকাটা।
অনলাইন প্লাটফর্মে ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তারা বলছেন, অনলাইনে খুচরার পাশাপাশি এখন পাইকারি বিক্রিতেও ঝুঁকেছেন অনেক ব্যবসায়ী। বিশেষ করে মেয়েদের পোশাকই বেশি বিক্রি হচ্ছে অনলাইনে।
অনলাইনে পোশাক বিক্রেতা মালিহা তাবাসসুম জানান, সারা বছরই তার পেইজ থেকে অল্প বিস্তর পোশাক বিক্রি হয়। তবে মৌসুম ঘিরে পণ্যের অর্ডার বেশি আসে।
রাজধানীর একটি কলেজে অধ্যয়নরত এই তরুণী ঢাকা টাইমসকে বলেন, ‘বিভিন্ন নারীরাই অনলাইনে বেশি কেনাকাটা করেন। তাদের কেনার চাহিদায় রয়েছে পোশাক আর নানা ধরনের প্রসাধন সামগ্রী। ঘরে বসে পণ্য পাওয়ার সুবিধা থাকায় দিনে দিনে অনলাইন কেনাকাটা বাড়ছে।’