লাগাতার দরপতন চলছে শেয়ারবাজারে। অন্যান্য দিনের মতো আজ বুধবারও সকাল ১০টায় লেনদেন শুরু হয় এবং লেনদেনের শুরু থেকেই দরপতন চলছে। লেনদেনের প্রথম অর্ধ শেষে দুপুর ১২টা পর্যন্ত প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনে যুক্ত হয়।
এর মধ্যে ২৭৬টিকেই দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। যা লেনদেনে আসা মোট শেয়ারের ৭৩ শতাংশ। যদিও এর ১৫ মিনিট আগে ৩০০ও এ অধিক শেয়ারকে দর হারিয়েছে কেনাবেচা হতে দেখা গেছে। এ সময় ৯৫টি শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দরে কেনাবেচা হতে দেখা যায়। এর সিংহভাগে কোনো ক্রেতা ছিল না। বিপরীতে মাত্র ৫৭ শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল, যা মোটের মাত্র পৌনে ১৫ শতাংশ। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৪৩ শেয়ার।