দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কোয়াজুলু-নাটাল প্রদেশের জরুরি উদ্ধারকারী দলগুলোকে সহায়তা করতে দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ডাকা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ব্যাপক বৃষ্টিতে নদীগুলোতে বন্যা দেখা দেয় এবং পূর্ব উপকূলীয় ডারবান শহর ও এর আশপাশের এলাকায় বহু ভূমিধসের ঘটনা ঘটে। বিভিন্ন রাস্তা ও এলাকা দিয়ে কাদার স্রোত বয়ে যায়।