ইমরান খানকে কেন জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়েছে?

বাংলা ট্রিবিউন আনিস আলমগীর প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ১৫:৫০

৯ এপ্রিল ২০২২ শনিবার রাতে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা আসলে কার হাতে ছিল? কারণ সিভিলিয়ান সরকারের কোনও যন্ত্র তখন কাজ করছিল না। ইমরান খান চাচ্ছিলেন না সেদিনই পদত্যাগ করবেন বা তার বিরুদ্ধে সংসদে আনা বিরোধী দলের অনাস্থা প্রস্তাব পাস হোক। তাই সেদিন বারবার সংসদের অধিবেশন বিরতি দেওয়া হচ্ছিল। স্পিকার এবং ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব হতে দেবেন না বলেছেন কিন্তু শেষপর্যন্ত তাদেরকেই দৃশ্যপট থেকে গায়েব করে দেওয়া হলো। আদালতের বেঁধে দেওয়া আল্টিমেটাম রক্ষা করতে গভীর রাতে, দিন শেষের ১৫ মিনিট আগে স্পিকার অধিবেশনে আসলেন, নিজের পদত্যাগের ঘোষণা দিলেন।


তিনি কি পদত্যাগ করেছেন না পদত্যাগে বাধ্য হয়েছেন? দেশি মিডিয়ার প্রচারণায় তখন বলা হচ্ছে ইমরান খানের চাপে তিনি পদত্যাগ করেছেন কিন্তু বিদেশি মিডিয়ায় খবর বেরিয়েছে যে, আদালত এবং সেনাবাহিনী তখন কার্যত সরকার চালাচ্ছিল বিরোধী দলকে সঙ্গে নিয়ে। পর্দার আড়ালে আদালত এবং সেনাবাহিনীর চাপে স্পিকার আসাদ কায়সারকে সরে যেতে হয়েছিল এবং তাদের নির্ধারিত বিরোধীদলের একজন প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিককে দিয়ে অনাস্থা প্রস্তাব পাসের মাধ্যমে ইমরান খানের পিটিআই সরকারের যবনিকা টানা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us