রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও ডলার–সংকটে একটানা দুই বছর দেশে পণ্য আমদানি কমে গিয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তার কারণে এ প্রবণতা অব্যাহত ছিল গত বছরও। তবে নির্বাচনের পর এখন পণ্য আমদানি ইতিবাচক ধারায় ফিরেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় পণ্য আমদানি বৃদ্ধির চিত্র পাওয়া গেছে।
আমদানি নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও পণ্য আমদানি বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলার–সংকট আগের চেয়ে কিছুটা কমেছে। ব্যবসায়ীদেরও ঋণপত্র খুলতে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়তে হচ্ছে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দেশে পণ্য আমদানি হয়েছে ৪ কোটি ৫৮ লাখ টন। ২০২৩ সালের একই সময়ে আমদানি হয়েছিল ৪ কোটি ৩৩ লাখ টন। এই হিসাবে পণ্য আমদানি বেড়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ। অবশ্য গত বছরের তুলনায় পণ্য আমদানি বাড়লেও এখনো আমদানি রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আগের অবস্থায় ফেরেনি।