পরিবেশদূষণের জন্য প্লাস্টিক যে ভীষণভাবে দায়ী—এ কথা তো তোমরা সবাই জানো, তাই না? পানি, তেল, বেভারেজ বা শ্যাম্পু শেষ হওয়ার পর প্লাস্টিকের বোতলগুলো আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিই, যা কিনা শেষমেশ জমা হয় শহরের বাইরের উন্মুক্ত কোনো জায়গায়।
কখনো ফেলে দেওয়া এসব প্লাস্টিকের বোতল নদী বা জলাশয়ের পাড়ে জমে থাকে, যা মাটির জন্য ক্ষতিকারক ও জলজপ্রাণীর বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই এসব প্লাস্টিকের বোতল যদি বাড়িতেই পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। আর এভাবে তুমিও পরিবেশের জন্য একটি পদক্ষেপ রাখতে পারো। কিন্তু কীভাবে সেগুলোকে নতুন করে ব্যবহারের উপযোগী করে তুলবে, তাই-ই ভাবছ তো?