বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কৃষকের কথা কেউ বলে না। আমরা জিডিপির কথা বলি, উন্নয়নের কথা বলি। শ্রীলঙ্কার মাথাপিছু আয় আমাদের চাইতেও বেশি। অথচ সেখানে আজকে দুর্ভিক্ষ লেগে যাচ্ছে। আমরা যখন উন্নয়নের গর্ব করি, কিন্তু উন্নয়নের মূলভিত্তি যারা কৃষক, তাদের দিকে যদি খেয়াল না দেই, তাহলে আমাদের উন্নয়ন হলো কোথায়?
সোমবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে কৃষকের পানির অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।