হঠাৎ ঝড়ে ভাঙল ২০০ ঘর!

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ২২:১৯

হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে নেত্রকোনার কলমাকান্দার কয়েকটি এলাকা। আজ রবিবার ভোরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এ সময় শিলাবৃষ্টিও হয়েছে কয়েকটি এলাকায়। এতে ২০০ ঘর ভাঙার খবর পাওয়া গেছে। একই সঙ্গে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।


জানা যায়, রবিবার ভোরে কলমাকান্দার আটটি ইউনিয়নে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যায়। এতে ২০০ ঘরবাড়ি ভেঙে গেছে উপজেলায়। একই সময়ে উপজেলার বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে এবং তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা।


স্থানীয়রা জানায়, ঝড়ে প্রায় ৫০০ একর জমির আধাপাকা ধান ও ১০ একর সবজিক্ষেত নষ্ট হয়েছে।


নাজিরপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, এই ঝড়ে তার দুটি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালাও ভেঙে ঘরের ওপর পড়েছে। বড়খাপন এলাকার মঞ্জুরুল হক জানান, তার একটি ঘরের চাল ধসে পড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে তার ছিঁড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us