মহেশের মহানুভবতা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ১১:০৬

তেলুগু সুপারস্টার মহেশ বাবু। তিনি কেবল রুপালি জগতে নয়, বাস্তব জীবনেও একজন সুপারস্টার। তাঁর ছেলের নাম গৌতম। নির্দিষ্ট তারিখের ৬ সপ্তাহ আগেই জন্ম হয়েছিল তার। প্রিম্যাচিউর বেবি বলেই ছেলের জীবন ছিল ঝুঁকিতে। সামর্থ্য ছিল বলেই ছেলেকে বাঁচাতে পেরেছিলেন মহেশ। কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কী করবে? এমন ভাবনা থেকেই মহেশ সিদ্ধান্ত নেন এমন শিশুদের পাশে থাকার। সেই থেকে তিনি অসচ্ছল পরিবারের শিশুদের হার্ট সার্জারির খরচ বহন করেন। এখন পর্যন্ত হাজারের ওপরে শিশুর হার্ট সার্জারির খরচ দিয়েছেন এই অভিনেতা। দুই দিন আগে বিশ্ব স্বাস্থ্য দিবসে তিনি আরও ৩০ শিশুর হার্ট সার্জারির খরচ দেওয়ার ঘোষণা দিয়েছেন।


শুধু হৃদয়ের চিকিৎসা নয়, মহেশ তাঁর আয়ের ৩০ শতাংশ অর্থ বিভিন্ন চ্যারিটিতে দান করেন। শুধু অ্যাকশন ও প্রেমের অভিনয় দিয়ে জীবন সীমাবদ্ধ রাখেননি, সমাজসেবায়ও এগিয়ে মহেশ বাবু। নারীদের অধিকার নিয়ে কথা বলেন। বহু সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসেন। দুস্থ ব্যক্তি কিংবা শিশুদের দুই হাত খুলে সাহায্য করেন। অন্ধ্র প্রদেশে বুড়িপালেম ও তেলেঙ্গানা রাজ্যে সিধাপুরাম নামে দুটি গ্রাম দত্তক নিয়েছেন মহেশ বাবু। গ্রাম দুটির উন্নয়নের জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছেন। ভারতে করোনা মহামারি যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, মহেশ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় ভক্তদের নানাভাবে সতর্ক ও টিকা নিতে উৎসাহ দিয়েছেন তিনি। এ ছাড়া দত্তক নেওয়া গ্রাম দুটির মানুষের পাশে থেকেছেন নানাভাবে। এমনকি সরকারি সহযোগিতায় সবার জন্য করোনার টিকার ব্যবস্থাও করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us