বাইডেন কেন পুতিনের মেয়েদেরকে শাস্তি দিতে চাইছে? রহস্যঘেরা পুতিনের মেয়েদের সম্পর্কে কতটুকু জানি

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ১৬:২৬

নিজের পরিবার নিয়ে বরাবরই সতর্ক অবস্থানে থেকেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।


২০১৫ সালে একটি ম্যারাথন সংবাদ সম্মেলনের সময় তিনি তার মেয়ের পরিচয় সম্পর্কে করা একটি প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন।


পুতিন বলেন, "আমার মেয়েরা রাশিয়ায় থাকে এবং এই দেশেই পড়াশোনা করেছে। আমি তাদের নিয়ে গর্বিত।"



তিনি আরও বলেন, "তারা তিনটি বিদেশী ভাষায় সাবলীলভাবে কথা বলে। আমি কখনই আমার পরিবারের কাউকে নিয়ে আলোচনা করি না।"


তিনি পরিচয় না জানালেও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন তার দুই মেয়েই। ৩৬ বছর বয়সী মারিয়া ভরোতসোভা এবং ৩৫ বছর বয়সী কাতেরিনা টিখোনোভাকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করেছে আমেরিকা।


এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা বলেন, "আমরা বিশ্বাস করি, পুতিনের অনেক সম্পদ পরিবারের সদস্যদের কাছে লুকিয়ে আছে এবং সে কারণেই আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছি।"


বুধবার ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞা প্যাকেজের তথ্য অনুযায়ী, পুতিনের কন্যা কাতেরিনা ভ্লাদিমিরোভনা টিখোনোভা একজন প্রযুক্তি নির্বাহী। রাশিয়ান সরকার এবং এর প্রতিরক্ষা শিল্পের সাথে সম্পৃক্ত তার কাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us