বর্তমানে দেশে স্থানীয়ভাবে মাত্র সাত শতাংশ বীজ উৎপাদন হয়। বাকি বীজের ৯৩ শতাংশই করতে হয় আমদানি। এমন অবস্থায় দেশের খাদ্য নিরাপত্তা টেকসই করার লক্ষ্যে স্থানীয়ভাবে বীজ উৎপাদন বাড়াতে তাগিদ দিচ্ছে এফবিসিসিআই।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির কৃষি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তক শিল্প সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এটিসহ কৃষি বিষয়ক কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, ‘যে কোনও দেশের জন্য খাদ্য নিরাপত্তা অন্যতম একটি গুরুত্বপূর্ন বিষয়। মহামারিকালে কৃষির উৎপাদনে ভর করেই বাংলাদেশের অর্থনীতি তূলনামূলক ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে।’