পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়ায় আক্রান্তের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৭৭ জন। এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। ডায়রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামের আ. খালেক ফরাজীর ছোট ছেলে মাসুম ফরাজী (৩৫)।
দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া রোগীতে ওয়ার্ড পরিপূর্ণ। কোনো বেড ফাঁকা নেই। পরবর্তীতে রোগী আসলে ওয়ার্ডে জায়গা না থাকায় তাদেরকে হাসপাতালের মেঝে, করিডর এমনকি বারান্দায় থাকতে হবে বলে ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা জানান। চিকিৎসকরা সেবা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে দিশেহারা হয়ে পড়েছেন রোগীর স্বজনরা।