বিভিন্ন সার্কাস কিংবা মেলায় দড়ির ওপর হাঁটা খেলা অনেকেই দেখেছেন। সেসব খেলায় দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে দেখেছেন।
সার্কাসের সেই খেলা মাটি থেকে কয়েক ফুট উচ্চতা হবে। দূরত্বও তেমনি মাত্র কয়েক ফুটেই সীমাবদ্ধ। তবে মাটি থেকে ৬ হাজার ১৩১ ফুট উপরে এমন হাঁটার কথা কি শুনেছেন কেউ? সম্প্রতি রাফায়েল জুগনো ব্রিদি নামের ৩৪ বছর বয়সী এক তরুণ করে দেখিয়েছেন এই অসাধ্য কাজটি। মেঘের মধ্যে এক ইঞ্চি প্রশস্ত স্ল্যাকলাইনে ভারসাম্য রেখেছিলেন তিনি। তিনি মেঘের বুকে হেঁটেছেন সরু একটি ফিতার ওপর দিয়ে।