লিখিত সমঝোতা হলেই পুতিন-জেলেনস্কি আলোচনা সম্ভব: পেসকভ

প্রথম আলো প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১৩:৪৫

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়া সম্ভব। তবে তার আগে অবশ্যই দুই দেশকে সুনির্দিষ্টভাবে একটি লিখিত সমঝোতা নথি তৈরি করতে হবে। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে তুরস্ক। ১ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এ ধরনের বৈঠককে অগ্রাধিকার দেয় তুরস্ক। একই দিনে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, এ ধরনের বৈঠকের জন্য সুনির্দিষ্ট করে তারিখ উল্লেখ করাটা কঠিন। কারণ, পরিস্থিতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে।


এমন অবস্থায় স্থানীয় সময় রোববার রাশিয়া-ওয়ান টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ সময় তিনি বলেন, জেলেনস্কির সঙ্গে বৈঠকে আপত্তি নেই পুতিনের। তবে এর জন্য কিছু বিষয় নিশ্চিত করতে হবে। পেসকভ বলেন, ‘না, পুতিন কখনো বৈঠকের ব্যাপারে না করেননি। পুতিন কখনোই এ ধরনের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি এবং এ ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। হ্যাঁ, অনুমানের ভিত্তিতে বলা যায়, এ বৈঠক হতে পারে।’


দিমিত্রি পেসকভ আরও বলেন, বৈঠকটি আয়োজনের আগে দুই প্রতিনিধিদলের উচিত সুনির্দিষ্ট নথি তৈরি করা। নিছক কিছু পরিকল্পনা নয়, বরং সুনির্দিষ্টভাবে লিখিত নথি থাকতে হবে। তারপরই এ ধরনের বৈঠক আয়োজন করা সম্ভব হবে।


ইউক্রেন নতুন দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন করবে কি না, সে ব্যাপারে রাশিয়া কীভাবে নিশ্চিত হবে, তা নিয়ে পেসকভের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘এ অভিজ্ঞতা (ইউক্রেন তাদের প্রতিশ্রুতি পূরণ করে না) আমাদের আছে। কথাটি আমাদের মনে আছে, খুব ভালোভাবেই মনে আছে এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us