ডারবানে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। প্রথম দিন প্রোটিয়াদের ৩৬৭ রানে অলআউট করেছে বাংলাদেশ। নিজেরা থেমেছে ২৯৮ রানে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৩২ রান তুলে খেলছে। তবে এই টেস্টে এরই মধ্যে আম্পায়ারিং নিয়ে উঠে গেছে প্রশ্ন।
বল আউট সাউট স্ট্যাম্পের সামান্য বাইরে ইমপ্যাক্ট করছে। টিভি রিপ্লেতে দেখা যাচ্ছে পরিষ্কার স্টাম্পে আঘাত করছে, মিডল স্ট্যাম্পেও বল হিট করছে। অথচ আম্পায়ার আউট দিচ্ছেন না। পরে রিভিউ নিয়েও কোন লাভ হচ্ছে না। কারণ বল পিচিং আউট সাইড স্ট্যাম্প।