ওটিটি প্ল্যাটফর্মে এসেছে গত রোজার ঈদে মুক্তি পাওয়া দুটি সিনেমা। যে দুটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ।
এছাড়াও বন্ধুত্বের গল্পে একগুচ্ছ অভিনয় শিল্পী নিয়ে ‘ফ্রেঞ্জি’ নামের সিরিজ দিয়ে ওটিটিতে পথচলা শুরু করেছেন পরিচালক জাহিদ প্রীতম।
২০২২ সালে জনপ্রিয়তা পাওয়া হিন্দি থ্রিলার ওয়েব সিরিজ ‘ইয়ে কালি কালি আখেঁ'র দ্বিতীয় সিরিজও এসেছে নেটফ্লিক্সে।
চলতি সপ্তাহের সিনেমা ও সিরিজের খবর তুলে ধরেছে গ্লিটজ।
রাজের ‘ওমর’ চরকিতে
চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে শরিফুল রাজের সিনেমা ‘ওমর’। একটি খুন এবং সেটা ধামাচাপা দেওয়ার থ্রিলার গল্পের সিনেমা এটি। রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় দেখা গেছে, বড় মির্জা প্রভাবশালী ব্যক্তি। তার ছেলে ছোট মির্জা এমন কোনো অপরাধ নেই, যা করে না। এক হোটেলে ছোট মির্জার সঙ্গে কথা কাটাকাটি হয় ওমরের। সেখানেই ধস্তাধস্তির একপর্যায়ে খুন হয় ছোট মির্জা। তার লাশ লুকাতে দেখা যায় ছোট মির্জার বাড়িতেই। ওমর চরিত্রটি করেছেন রাজ। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিস আহমেদসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
‘কাজলরেখা’ বঙ্গতে দেখতে খরচ ২০ টাকা
শনিবার থেকে বঙ্গতে চলছে ‘কাজলরেখা'। চারশ বছর আগের প্রেক্ষাপটে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পে দেখা গেছে, শুক পাখির কথায় কিশোরী কাজলরেখাকে বনবাসে পাঠিয়ে দেয় তার জন্মদাতা পিতা। সেখানেই শুরু হয় তার দুর্ভাগ্যের যাত্রা। একদিন বনে গিয়ে সুচরাজার জীবন বাঁচায় কাজলরেখা। তাকে বিয়ে করতে চায় সুচরাজা। কিন্তু নিজের পরিচয় গোপন করে সুচরাজাকে বিয়ে করে কঙ্কণ দাসী। সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, খাইরুল বাশার, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওন, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।