দীর্ঘ দুবছর পর হলে বসে অর্থাৎ স্বশরীরে পরীক্ষা দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উৎসাহ বাড়ানোর জন্য হাতে তুলে দেওয়া হয় কলম, ফুলের তোরা, ফল, মাস্ক ও স্যানিটাইজার।
পরীক্ষার্থীদের মনে ভয় থাকলেও আনন্দও রয়েছে। কারণ গত বছর করোনা পরিস্থিতির জন্য পরীক্ষার আয়োজন করা সম্ভব হয়নি। তাই ছাত্র-ছাত্রীরা বেশ হতাশ হয়ে পড়েছিল। এ বছর বহু বাধা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ প্রথম দিন। এদিন বিভিন্ন স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূলের বিধায়করা এবং পরীক্ষার্থীদের বিভিন্ন উপহার দেওয়া হয়।