কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষীর মৃত্যু

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ০৬:১৯

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে আটজন জাতিসংঘ শান্তিরক্ষীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে, আরোহীদের কেউই জীবিত নেই বলে মঙ্গলবার জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন।


এর আগে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, হেলিকপ্টারটি উত্তর কিভু প্রদেশে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছয়জন ক্রু ছিল, যারা সকলেই পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য। বাকী দু’জন সামরিক কর্মী – একজন সার্বিয়ার এবং অপরজন রাশিয়ান ফেডারেশনের।


দুজারিচ বলেন, দলটি রুটশুরু শহরের দক্ষিণ-পূর্বে শানজু এলাকার একটি অঞ্চল যুদ্ধরতদের অবস্থান নির্ণয়ের অভিযানে গিয়েছিল।


তিনি বলেন, “হেলিকপ্টারটি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছিল”। তিনি দুর্ঘটনার কারণ জানাতে অস্বীকার করে বলেন, এখনো তদন্ত চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us