আইজিপি ও ডিএমপি কমিশনার ভব্যতা-সভ্যতার সীমা ছাড়িয়েছেন: বিএনপি

প্রথম আলো প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১৮:৪৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ‘অশালীন’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাঁরা চারবারের প্রধানমন্ত্রী সম্পর্কে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা ভব্যতা-সভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে।


আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা পুলিশের প্রধান ও ঢাকা মহানগর পুলিশ প্রধানের বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই এবং দুই কর্মকর্তাকে অবিলম্বে চাকরি থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি।’


২৬ মার্চ রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে আইজিপি বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বক্তব্য দেন। সেখানে বিএনপির দিকে ইঙ্গিত করে বেনজীর আহমেদ বলেন, ‘তাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের অর্থনীতির ওপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করছেন, জিএসপি বন্ধ করতে চিঠি লিখেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us