বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রকে মুক্ত করবো, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'স্বাধীনতার ৫০ বছর পর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। সেইসঙ্গে শপথ নিয়েছি যে, ৫০ বছর আগে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেভাবে দেশ স্বাধীন করেছিলাম, সেভাবেই আবারও আমরা গণতন্ত্রকে মুক্ত করবো।'
তিনি আরও বলেন, 'তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং এই দেশের মানুষকে সত্যিকার অর্থেই নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। জনগণের রাষ্ট্র আমরা তৈরি করবো এবং সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র।'
লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে স্বাধীনতার ৫০ বছর পরে যখন দেশের স্বাধীনতা দিবস পালন করছি তখন বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। যে লক্ষ্য, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্য, আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। স্বাধীনতার ৫০ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে।'