শিরোপাটি হারালেই ভালো

আজকের পত্রিকা সম্পাদকীয় প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ১০:২৪

কথায় বলে যতক্ষণ শ্বাস, ততক্ষণই আশ। এই আশা টিকিয়ে রাখতে আগে দরকার শ্বাসের বায়ু। কিন্তু শ্বাসবায়ুই বিষে ভরা হলে আশা বলে তো আর কিছু থাকে না। কথাটি আসছে বায়ুদূষণে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পরিপ্রেক্ষিতে। বাংলাদেশ কত দিক থেকেই তো এগিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই পুরোনো রেকর্ড ভাঙছে, আবার একেবারে নতুন মাইলফলকও ছুঁয়ে ফেলছে। কিন্তু এসব নতুন রেকর্ড ও মাইলফলকের সবটা ইতিবাচক নয়।



কিছু কিছু মাইলফলক আমাদের আনন্দে ভাসিয়ে দেয়, নতুন আশা দেখায়। এই যেমন দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটাররা যে ইতিহাসের জন্ম দিলেন, তা তো মর্যাদার আসনে বসাল গোটা দেশকেই। বিপরীতে বায়ুদূষণে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার খবর কমবেশি সবারই মনে এক ভয়ের অনুভূতি জাগিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us