পদত্যাগপত্র জমা দিলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৬:৪১

ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো পদত্যাগপত্র জমা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর একজন সহযোগী এ তথ্য জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, পদত্যাগের কারণ সম্পর্কেও কিছু জানাননি তিনি। রোমান লেশচেঙ্কোর ওই সহযোগী জানিয়েছেন, পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, সে ব্যাপারে পার্লামেন্টে ভোট হবে।


বৃহস্পতিবারই তা অনুষ্ঠিত হতে পারে। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা দ্বিতীয় মাসে গড়িয়েছে। এ পরিস্থিতিতে রোমান লেশচেঙ্কোর পদত্যাগপত্র জমা দেওয়ার খবর এলো।   রয়টার্স বলছে, রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে এবারের বসন্তে বীজ বপন বিঘ্নিত হয়েছে। দেশটির কৃষি পণ্য রপ্তানির সক্ষমতাও কমে গেছে। দিন কয়েক আগে রোমান লেশচেঙ্কো রয়টার্সকে বলেছেন, ২০২১ সালের তুলনায় এ বছর ইউক্রেনে আবাদ করা কৃষি জমির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।  


তিনি আরো বলেছেন, রাশিয়ার হামলা শুরুর আগে ইউক্রেন দেড় কোটি হেক্টর জমিতে আবাদের পরিকল্পনা করছিল। তবে মাত্র ৭০ লাখ হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us