ইউক্রেইন-রাশিয়ার যুদ্ধের জন্য পশ্চিমা সামরিক জোট নেটোকে দোষারোপ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
বৃহস্পতিবার পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নেটোর সমালোচনা করেন। রাশিয়াকে নিন্দা করার আহ্বানে সাড়া দেবেন না বলেও জানান তিনি।
রামাফোসার এই মন্তব্য একজন মধ্যস্থতাকারী হিসাবে ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্বের কাছে তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
রামফোসা বলেছেন, “এই যুদ্ধ এড়ানো যেত, যদি নেটো বছরের পর বছর ধরে তার নিজ নেতা ও কর্মকর্তাদের মধ্যে থেকে উচ্চারিত হয়ে আসা সতর্কবার্তায় কান দিত যে, পূর্বদিকে মস্কোর দোরগোড়ায় নেটো সম্প্রসারণ অঞ্চলটিতে ছোটখাট নয়, বরং বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।”
তবে ইউক্রেইনে রাশিয়ার আগ্রসন প্রসঙ্গে তিনি এও বলেন, “দক্ষিণ আফ্রিকা শক্তি প্রয়োগ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকে প্রশ্রয় দিতে পারে না।”