মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি: প্রধানমন্ত্রী

ঢাকা টাইমস প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১৯:০৬

আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া, বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন করা। সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করছি।


শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখু মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ঢাকা সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সাধারণ মানুষের প্রতি দয়া ছিলো, তাদের জন্য সবকিছু বিলিয়ে দিত বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে মানুষ এদেশ স্বাধীন করেছে। পরবর্তীতে এ দেশকে বিশ্বের কাছে পরিচিত করতে কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু, স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। তখনই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়।’ তিনি বলেন, ‘১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে একটি দুর্ভাগ্যের দিন। কারণ এ দিন ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় জাতির পিতার প্রাণ। আমরা দুই বোন তখন বিদেশে থাকায় বেঁচে গেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us