মধ্য ইউরোপের স্বাধীনতা ও বন্ধনের মধ্যে একধরনের বিভেদের দেয়াল তৈরি হচ্ছে। ইউক্রেনের মাটিতে রাশিয়ার ফেলা প্রতিটি বোমার মাধ্যমে ধীরে ধীরে এই দেয়াল আরও বিস্তৃত হচ্ছে। ইউরোপে রাশিয়ার তৈরি এ ‘নতুন দেয়াল’ ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার জার্মানির পার্লামেন্টে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। খবর এএফপির।
জার্মানির পার্লামেন্ট সদস্যদের সামনে দেওয়া ভার্চ্যুয়াল বক্তব্যে জেলেনস্কি বলেন, এটা নতুন কোনো বার্লিন দেয়াল নয়। এ দেয়াল রাশিয়ার তৈরি বিভেদের। ১৯৮৯ সালের ৯ নভেম্বর ইউরোপে স্নায়ুযুদ্ধকালের বিভাজনের অবসানের সূচনা করা বার্লিন প্রাচীরের পতন হয়।
বরাবরের মতো আজও ভিডিওতে জেলেনস্কিকে তাঁর ট্রেডমার্ক পোশাকে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, খাকি টি-শার্ট পরা জেলেনস্কির চোখের নিচে কালো দাগ বসেছে। এ সময় জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগের এমপিরা দাঁড়িয়ে জেলেনস্কিকে সম্মান প্রদর্শন করেন।
বক্তব্যের শুরুতে ঐতিহাসিক ঘটনার অবতারণা করেন জেলেনস্কি। এ সময় স্নায়ুযুদ্ধে জার্মানির বিজয়ের বিষয়টি তুলে ধরেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর দেশের বৃহত্তর সংহতি রক্ষায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।