টানা তিনদিনের ছুটিতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ছয় শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। শুক্রবার ও শনিবারও ছুটি। টানা তিনদিনের এই ছুটি কাটাতে অনেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন। যে কারণে বুধবার (১৬ মার্চ) দুপুরের পর থেকেই পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে।
বৃহস্পতিবার সকাল থেকেও যানবাহনের চাপ রয়েছে। তবে ব্যক্তিগত গাড়ির (প্রাইভেটকার ও মাইক্রোবাস) চাপ সবচেয়ে বেশি। সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ছোট গাড়িগুলো পাটুরিয়া আরসিএল মোড় থেকে ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে উঠছে। বাস ও ছোট গাড়িগুলোকে ফেরি পেতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে জানান পরিবহনের যাত্রী ও চালকরা।