করোনার ধাক্কা কাটিয়ে পুরোদমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি এখনো আশানুরূপ নয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভল্যুয়েশন শাখার পরিচালক মো. আমির হোসেন বলছেন, মাধ্যমিকে এখন ৭০-৮০ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৬৫-৭৫ শতাংশের মতো শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকছে। স্বাভাবিক সময়ে এই দুই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকত।
প্রাথমিক ও প্রাক্-প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের উপস্থিতি ৮০-৮৫ শতাংশ বলা হলেও বাস্তবে অনেক স্কুলে এই সংখ্যা ছিল কম। তবে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার ফিরে আসবে, না একেবারে স্কুল ছেড়ে দিয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেননি। সরকারি কর্মকর্তারা আশা করছেন, টিকা পাওয়ার সংখ্যা বাড়লে স্কুলে শিক্ষার্থীও বাড়বে।