যুদ্ধের মধ্যে ইউক্রেইন ছেড়েছে ৩০ লাখ মানুষ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১২:৩৬

ইউক্রেইনে চলমান যুদ্ধ তিন সপ্তাহে গড়িয়েছে, রুশ বাহিনীর হামলা থেকে রেহাই পেতে এরইমধ্যে ৩০ লাখ মানুষ দেশ ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৩০ লাখ ৩৮১ জন ইউক্রেইন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।


ইউএনএইচসিআর ৪০ লাখ শরণার্থীর জন্য সহায়তার পরিকল্পনা করলেও ইউক্রেইন ছাড়া মানুষের সংখ্যা আরও বাড়বে বলে তাদের ধারণা।


লিভভের কাছে ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে রোববার রুশ হামলার পর পশ্চিম ইউক্রেইনের কিছু বাসিন্দা সীমান্তে ঘরছাড়া মানুষের দলে যোগ দিয়েছেন।


খারকিভের ৪০ বছর বয়সী এক মা কয়েকদিন আগে ইউক্রেইন ছেড়ে যাওয়া তার ‘ধর্মমাতার’ সঙ্গে মিলিত হতে পোল্যান্ড রওনা হয়েছেন।


ইউক্রেইন-পোল্যান্ডের ব্যস্ততম সীমান্ত ক্রসিংয়ের নিকটতম শহর প্রজেমিসলের ট্রেন স্টেশনে তিনি বলেন, লিভভে আক্রমণের আগ পর্যন্ত প্রত্যেকে মনে করেছিল পশ্চিম ইউক্রেইন যথেষ্ট নিরাপদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us