ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন বিভিন্নভাবে ইউক্রেনকে সহায়তা করছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে মানবিক সহায়তা দেওয়া থেকে শুরু করে অত্যাধুনিক রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে দেশগুলো বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। উন্নত দেশগুলোর মতো তুরস্কও ইউক্রেনে যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন ব্যবহার করছে টিবি২ মডেলের তুরস্কের ড্রোন। খবর আল-জাজিরার।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বেরাকতার-টিবি২ নামের ড্রোনটি নির্দিষ্ট স্থাপনায় হামলা চালাতে সক্ষম। কিন্তু প্রায়ই ক্রমবর্ধমান সংঘর্ষের সময়, বাস্তব ঘটনা এবং ভুল তথ্যের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। যদিও তুরস্কের ড্রোন ব্যবহার করে হামলার কিছু ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।