দোয়া চাইলেন পলক, হাত নাড়লেন ইনু

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ১৭:০৭

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। 


তাদের গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বেলা ১টা ২০ মিনিটে তাদেরকে ট্রাইব্যুনালের এজলাস থেকে পর্যায়ক্রমে সবাইকে বের করা হয়।


তখন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হাতজোড় করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এ ছাড়া সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হাত নেড়ে উপস্থিত সবাইকে অভিবাদন জানান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us