দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ছেড়েছে স্বাগতিক ভারত। ৪৪৭ রানের পর্বতসম টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২০৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারত পায় ২৩৮ রানের বিশাল জয়। দুই ইনিংসে ৯২ এবং ৬৭ রান করে ম্যাচসেরা হয়েছেন শ্রেয়স আইয়ার।
সর্বাধিক ১৮৫ রান করা ঋষভ পন্থের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার।
রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই লাহিরু থিরিমান্নের (০) উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন ভারতের জয়ের জন্য দরকার ছিল ৯ উইকেট। সবাই ধরেই নিয়েছিলেন, ভারতের আগুনে বোলিংয়ের সামনে কতক্ষণ এই শ্রীলঙ্কা টিকবে? প্রথম ইনিংসে তাদের ব্যাটিংয়ের খোলনলচে বেরিয়েই পড়েছিল। দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা ছিল আরও খারাপ হওয়ার। কিন্তু বেশ ভালোই লড়াই করল শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুণারত্নে এবং কুশল মেন্ডিস প্রথম এক ঘণ্টা ভারতের পেসারদের অনায়াসে সামলে দেন।