নানা অনিয়ম আর মালিক শ্রমিকের মধ্যে শর্ত রক্ষা না করার কারণে যে কোনো সময় মাল্টার শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ। বৈধভাবে এই দেশটিতে আসার পথ বন্ধ হলে ইউরোপে বাংলাদেশিদের প্রবেশ কঠিন হয়ে পড়বে।
বাংলাদেশ থেকে আসা নতুন শ্রমিকরা কোনোভাবেই মাল্টা সরকারের নিয়ম সঠিকভাবে মানছেন না। তারা মূলত মাল্টাকে ইউরোপের অন্যদেশে যাওয়ার জন্য রুট হিসেবে ব্যবহার করছে। এ কারণে শ্রমবাজারটি এখন মারাত্মক হুমকির মুখে। বিষয়টি নিয়ে স্থানীয় বাংলাদেশিরা উদ্বেগ প্রকাশ করেছেন।