ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের কাছে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে রুশ বাহিনী। এতে নয়জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংবাদ সম্মেলনে ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, রাশিয়া ইয়াভোরিভের সামরিক স্থাপনায় ৩০ টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। কর্তৃপক্ষ এখন সামরিক ঘাঁটিতে আগুন নেভাতে কাজ করছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘাঁটিতে যাওয়া-আসা করতে দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক জোট ন্যাটো তথা পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন।
হামলার পর ওই সামরিক ঘাঁটিতে ১৯টি অ্যাম্বুলেন্সকে যেতে দেখেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।