যা যা এলো এমডাব্লিউসিতে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১৪:৩০

চোখ বাঁচাতে বিশেষায়িত ট্যাবলেট ডিসপ্লে


চীনা নির্মাতা টিসিএল বাজারে একটি নতুন ট্যাবলেট নিয়ে হাজির হয়েছিল এবারের আসরে, যার নাম রাখা হয়েছে নেক্সটপেপার ম্যাক্স ১০। ই-ইংক প্রযুক্তি ব্যবহার না করলেও ট্যাবলেটটির ডিসপ্লেতে প্রিন্ট করা কাগজের সঙ্গে মিল আছে। এর ডিসপ্লে এলসিডির ওপরে আরো কয়েকটি পরত ব্যবহার করা হয়েছে, যার কাজ ক্ষতিকর আলো শোষণ করা এবং অতিরিক্ত রঙের ঝলকানি দূর করা, যাতে কনটেন্ট দেখতে ম্যাগাজিনের প্রিন্টের মতো দেখায়। ডিসপ্লের ওপরের গ্লাসেও দেওয়া হয়েছে ম্যাট কোটিং, যাতে এর সঙ্গে থাকা স্টাইলাস ব্যবহারের সময় কাগজে লেখার অনুভূতি পাওয়া যায়।


ল্যাপটপের জন্য নতুন আর্ম  প্রসেসর


ল্যাপটপে আর্ম প্রযুক্তির প্রসেসর ব্যবহারের প্রসার অ্যাপলের সঙ্গে শুরু হলেও কোয়ালকম দ্রুতই সেই বাজারে বড়সড় ভাগ বসাতে যাচ্ছে। তারা দুটি নতুন ল্যাপটপে ব্যবহারযোগ্য প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ৩ ও ৭সিএ জেন ২ তৈরি করেছে বিগত বছরে। এবারের এমডাব্লিউসিতে প্রসেসর দুটি সমৃদ্ধ ল্যাপটপের দেখা মিলেছে। এর মধ্যে ৮সিএক্স জেন ৩ কোয়ালকমের পারফরম্যান্স ফ্ল্যাগশিপ, আর ৭সি জেন ২ ব্যাটারিসাশ্রয়ী মাঝারি পারফরম্যান্স সিপিইউ। দুটি প্রসেসরই লেনোভো তাদের ডিভাইসে কাজে লাগাচ্ছে এ বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us