‘পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল’

বার্তা২৪ প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১৪:২৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী, স্বার্থান্বেষী মহল এবং একটি কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য দেশের ভেতরে-বাহিরে অপচেষ্টা চালাচ্ছে।


শনিবার (১২ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বরিশাল বিভাগের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভার্চুয়াল সভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।


বাহাউদ্দিন নাছিম বলেন, রমজান মাস সন্নিকটে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গত কয়েক বছর করোনা সংক্রমণ থাকার কারণে আন্তর্জাতিক বাজারসহ আমাদের দেশেও দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। একটি রাজনৈতিক গোষ্ঠী এক শ্রেণির মুনাফাখোর, সুবিধাবাদী ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে উসকে দিচ্ছে। মানুষের দুঃখ, কষ্ট বৃদ্ধি পায় যাতে সেজন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। দ্রব্যমূল্যসহ নির্মাণ সামগ্রীর মূল্য যাতে বৃদ্ধি পায় সেজন্য তারা এসব ব্যবসায়ীদের সাথে গোপনে সলাপরামর্শ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us