পাড়ার খেলায় এমন হতে পারে। তাই বলে ইউরোপের সবচেয়ে অভিজাত ক্লাব টুর্নামেন্টেও?
নেইমার ও জিয়ানলুইজি দোন্নারুম্মার ঘটনা জানার পর এমন প্রশ্ন জাগতেই পারে। তাই বলে পিএসজির দুই তারকাকে কি দোষ দেওয়া যায়? হাজার হোক স্বপ্নভঙ্গ তো! পাড়ার ফুটবল কিংবা ইউরোপের ময়দান—হেরে বিদায় নেওয়ার কষ্ট কি খুব আলাদা?
কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখে আসছে পিএসজি। কিন্তু সেই পথে এবারও স্বপ্নটা ভেঙে খান খান হলো। তাতে খেলোয়াড়দের নিজেদের ভুলভ্রান্তি নিয়ে কথা-কাটাকাটি কিংবা হাতহাতির পর্যায়ে চলে যাওয়া এমন অস্বাভাবিক কিছু নয়।