শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন। এমন অবস্থায় খেললে দেশের সঙ্গে গাদ্দারি হয়ে যাবে, এমন কথা বলে ক্রিকেট থেকে কিছু দিন নিজেকে সরিয়ে রাখার কথা বলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই দেশে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এরপর এবার টিম ডিরেক্টর খালেদ খালেদ মাহমুদ সুজন জানালেন, খেলাটা যদি উপভোগ না-ই করেন, তাহলে এক ফরম্যাট থেকে অবসর নিয়ে নেওয়া উচিত সাকিবের।
সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে চান না। এমন কথা শোনা যাচ্ছিল গেল মাসের শুরু থেকেই। এরপর আইপিএল নিলামে দল পাননি সাবেক বাংলাদেশ অধিনায়ক। যার কারণে ধারণা করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকা সফরে পুরো সিরিজেই তাকে পাবে বাংলাদেশ। এমন কিছু শোনা গিয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠেও।