দেশে গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আগামী ২৮ মার্চ দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে টিকাগ্রহীতাদের আগ্রহের কারণে পরে তা আরও দুদিন বাড়ানো হয়।
১৫ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে ১ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়ে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। এর পর টিকাদান কেন্দ্রগুলোয় ভিড় বাড়তে থাকে।
পরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়,এর মধ্য দিয়ে প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে না। যৌক্তিক কারণে কেউ যদি টিকার প্রথম ডোজ নিতে না পারেন তবে স্থায়ী কেন্দ্রে গিয়ে নিতে পারবেন।