ইউক্রেইনের রাজধানী কিইভসহ চারটি শহরে অস্ত্রবিরতি ঘোষণা করে বেসামরিকদের শহর ত্যাগের সুযোগ দিতে ঘোষিত মানবিক করিডোরের বিস্তারিত জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার ইন্টার-এজেন্সি হিউম্যানিটারিয়ান রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার সোমবার একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা তাসের।
রাশিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে অস্ত্রবিরতি শুরু হবে।
ইউক্রেইনের রাজধানী কিইভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বেসামরিকরা শুধু রাশিয়া ও তাদের মিত্র দেশ বেলারুশে যেতে পারবে আর মারিওপোল ও সুমাই, এ দুটি ছোট শহরের বাসিন্দারা শুধু ইউক্রেইনের অন্যান্য অংশে যেতে পারবে বলে জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ।