শেরপুর জেলা বিএনপিতে বহিষ্কার-বহিষ্কার খেলা

ঢাকা টাইমস প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ১২:০১

শেরপুর জেলা বিএনপিতে চলছে বহিষ্কার-বহিষ্কার খেলা। পদ-পদবি বাণিজ্য ও দল পরিচালনায় অন্য নেতাদের পাশ কাটিয়ে একতরফা সিদ্ধান্ত নেয়ার অভিযোগ উঠেছে দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় বইছে।


ইতোমধ্যে সদ্য ঘোষিত মহিলা দলের ১ নম্বর উপদেষ্টা নুরজাহান বেগম গেল ১৫ ফেব্রুয়ারি ওই সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছেন। সংবাদ সম্মেলন শেষ হওয়ার দেড় ঘণ্টার মাথায় তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। কেন্দ্র থেকে বহিষ্কারাদশ আসে।


জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নামে পরিচালিত ফেসবুক আইডি থেকে বহিষ্কারের সেই চিঠি শেয়ার করা হয়েছে। গেল ১৬ ফেব্রুয়ারি শেরপুর জেলা ও শহর বিএনপির আইডি থেকে একটি স্ট্যাটাসে বলা হয়- বিএনপিতে আবার যদি কেউ দলীয় শৃঙ্খলা নষ্ট করার পাঁয়তারা করে তাকে নুরজাহান বেগমের মতো দল থেকে বহিষ্কার করা হবে। সতর্ক হয়ে যান কোনো ছাড় দেয়া হবে না। কারণ জেলা বিএনপি এখন বিগত দিনের চেয়ে অনেক শক্তিশালী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us