রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক নিষিদ্ধ করার আহ্বান সিসিএনএফের

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ০৯:২৪

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক নিষিদ্ধ করা ও পরিবেশ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে সেখানে কর্মরত এনজিও এবং সুশীল সমাজের নেটওয়ার্ক কক্সবাজার সিভিল সোসাইটি এন্ড এনজিও ফোরাম (সিসিএনএফ)।


এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে স্বচ্ছতার পাশাপাশি সব প্রক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানিয়েছে সিসিএনএফ।


রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব দাবি ও আহ্বান জানানো হয়।


পালসের আবু মোরশেদ চৌধুরী ও কোস্ট ফাউন্ডেশনের রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়ার উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী।


সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষ থেকে নজরুল ইসলাম বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পে প্রচুর প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য আছে। এনজিওগুলোকে এ বিষয়ে বিকল্প উপায় খুঁজে সৃজনশীল প্রকল্প নিতে হবে। ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার করতে হবে। ভূগর্ভস্থ পানি উত্তোলন এখনই বন্ধ করা উচিত এবং নাফ নদী থেকে পানি আনার জন্য পানি শোধনাগার স্থাপন করতে হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us