এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী পদে নির্বাচন করে জয়ী হয়েছেন অভিনেত্রী সুচরিতা। বাংলাদেশ চলচ্চিত্রের একসময়ের ডাকসাইটে এই অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় এফডিসিতে আসেন। শিল্পী সমিতির কার্যালয় তালাবদ্ধ থাকায় বাইরে বসেই অপেক্ষা করতে হয় তাঁকে। এমন ঘটনার কারণে নিপুণের তীব্র সমালোচনা করেন সুচরিতা।
সুচরিতা—গণমাধ্যমের সামনে সেদিন নিপুণকে নিয়ে যখন মন্তব্য করছিলেন। তবে এই সমালোচনাকে ইতিবাচকভাবেই নিয়েছেন অভিনেত্রী নিপুণ। রবিবার হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া জানাতে এফডিসিতে আসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সুচরিতার সমালোচনার জবাবে নিপুণ বলেন, ‘সুচরিতা আপারা আমাকে নিয়ে বলতেই পারেন। উনারা যদি আমাকে সাপোর্ট দিয়ে এতোদূর না নিয়ে আসতেন তাহলে হয়তো আমি আজকের অবস্থানে আসতে পারতাম না। ’